আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করেছে ভারত। আর প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২১০ রান করেছে তারা। যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ১৯০ রান করেছিল আফগানিস্তান। এটি এতদিন বিশ্বকাপের সর্বোচ্চ রান ছিল।
ম্যাচটিতে ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৫ রান তুলে ভারত। এরপরের ১০ ওভারে ১২৫ রান তুলেছে ম্যান ইন ব্লুরা।
ওপেনার রোহিত শর্মা ও লুকেশ রাহুল মিলে ওপেনিং পার্টনারশিপে ১৪০ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ রানের পার্টনারশিট।
ম্যাচটিতে রোহিত ৭৪ রানে করিম জানাতের বলে ও রাহুল ৬৯ করে আউট হন গুলবাদিন নাইবের বলে আউট হন। এরপর ব্যাট করতে নামা ঋসভ পন্ত ২৭ ও হার্দিক পান্ডিয়া ৩৫ রান করে অপরাজিত থাকেন।
আফগানিস্তান টসে জিতে প্রথমে সব সময় ব্যাট করলেও আজ ভারতের বিপক্ষে আতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। যা অবাক করে অনেককে।