Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে সড়কে প্রাণ গেল ৩ মোটর শ্রমিকের

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৯:২৭ পিএম

নীলফামারীর সৈয়দপুরে এবার রাস্তায় প্রাণ গেল ৩ জন মোটর শ্রমিকের। আজ (৩ নভেম্বর) বুধবার সন্ধ্যা ৭টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহতরা সকলেই নীলফামারী জেলা মোটর শ্রমিক (২২০) এর সদস্য।

জানা যায়, ওই টার্মিনালে হক পেট্রোল পাম্পে একটি ট্রাক জ্বালানী নিয়ে ওঠার সময় ব্রেক ফেল করলে এতে দাঁড়িয়ে থাকা ৩ জন মটর শ্রমিককে চাঁপা দিলে ঘটনা স্থানে ১জন ও পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যায়। গুরতর আহত অপর শ্রমিক চাক্কুর হাত ও পা ভেঙ্গে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে বলে জানান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন।

নিহিত শ্রমিকরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশি ইউনিয়নের সূবর্ণখূলীর রেয়াজ উদ্দিনের পূত্র হাতকাটা রবিউল (৫৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর এলাকার ইয়াকুব আলীর পূত্র আলম (৪৫) ও অপরজন সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার জুম্মাপাড়ারৃ ফয়মুদ্দিনের পূত্র জাহাঙ্গীর আলম ভান্ডারী (৫৫)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা নিশ্চিত করে জানান, মোটর মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা সাপেক্ষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ