মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই পদত্যাগ করেছেন ব্রিটেনের সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সির (এসএজিই) শীর্ষ বিশেষজ্ঞ স্যার জেরেমি ফারার। গত মাসে ব্রিটেনে উচ্চ হারে করোনা সংক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর সরকারকে কথিত ‘ভ্যাক্সিন প্লাস’ পরিকল্পনা নিয়ে সামনে এগুলোর আহ্বান জানান। অনুরোধ করেন মুখে মাস্ক পরাসহ করোনা বিধিনিষেধের ‘প্লান বি’ প্রয়োগের। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এ অবস্থায় তিনি পদত্যাগ করে ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবে তার ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেছেন। জেরেমি ফারার মহামারিকালে সরকারের করোনা বিষয়ক উপদেষ্টা পরিষদের শীর্ষ স্থানীয় সদস্য ছিলেন। এমনিতে তিনি ওয়েলকাম ট্রাস্টের পরিচালক। ওদিকে স্কাই নিউজ জানিয়েছে, সরকারের মন্ত্রীদেরকে ভাক্সিন প্লাস পরিকল্পনা বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছিলেন জেরেমি ফারার। এর মধ্যে রয়েছে মুখে মাস্ক পরা। ভেন্টিলেশনের ব্যবস্থা করা এবং করোনার পরীক্ষা অব্যাহত রাখা। কিন্তু এ পর্যন্ত সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে তারা বর্তমানে অধিক শিথিল নির্দেশনার অধীনে কর্মকাণ্ড পরিচালনা করছে। মঙ্গলবার রাতে স্যার জেরেমি ফারার এক বিবৃতিতে বলেছেন, করোনা সঙ্কট একটি দীর্ঘমেয়াদী বিষয়। এ থেকে মুক্তি পেতে অনেক দূর যেতে হবে। স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।