Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথেন গ্যাস নিঃসরণ কমাতে শতাধিক দেশের অঙ্গীকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বর্তমান বিশ্বে যে তাপমাত্রা বাড়ছে তার এক তৃতীয়াংশের জন্য দায়ী মিথেন গ্যাস। যেটা তেল ও গ্যাস শিল্প থেকে নিঃসরিত হয়। ক্ষতিকর কার্বন ডাই অক্সাইডের চেয়েও বেশি উষ্ণায়ন বাড়ায় মিথেন গ্যাস। তাই এই গ্যাসের নিঃসরণ কমানোর জন্য মঙ্গলবার গ্লাসগোতে কপ-২৬ আবহাওয়া সম্মেলনে প্রস্তাব তোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিন। তাদের এই প্রস্তাবের সঙ্গে একমত হয়ে অঙ্গীকারাবদ্ধ হয় বিশ্বের শতাধিক দেশ। যারা সবচেয়ে বেশি কার্বন ও মিথেন গ্যাস নিঃসরণ করে থাকে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস মিথেনের নিঃসরণ ২০২০ সালের চেয়ে ৩০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার করা হয়। যুক্তরাষ্ট্র ও ইইউ এর এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বৈশ্বিক মিথেন অঙ্গীকার।’ মিথেন গ্যাস নিঃসরণ কমানোর প্রস্তাব এনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘২০৩০ সাল নাগাদ মিথেন গ্যাস নিঃসরণ ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে আজ আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ হলাম। আমি মনে করি, ২০৩০ সাল নাগাদ আমরা আরও বেশি কিছু করতে পারবো। এতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, কোম্পানিগুলোর অর্থ সঞ্চয় করতে পারবো। এই উদ্যোগে সেই দেশগুলোই সামিল হয়েছে, যারা বিশ্বে প্রায় অর্ধেক মিথেন নিঃসরণের জন্য দায়ী।’ ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিন বলেন, ‘আসলে বৈশ্বিক উষ্ণায়ণ কমাতে আমরা ২০৫০ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না। সেটার জন্য এখন থেকেই আমাদেরকে মিথেন নিঃসরণ দ্রুত কমাতে হবে। কারণ, স্বল্প সময়ে বৈশ্বিক উষ্ণায়ণ কমানোর জন্য খবুই কার্যকর উপায় হচ্ছে মিথেন গ্যাসের নিঃসরণ কমানো।’ বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ