Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টারাজি পি. হেনসনের একা থাকার কারণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

শৈশবে বিরূপ পরিস্থিতির শিকার হওয়াকেই অভিনেত্রী টারাজি পি. হেনসন তার একা থাকার কারণ হিসেবে চিহ্নিত করেন। তার বাবা ছিলেন বাইপোলার ডিসঅর্ডারের রোগী এবং যাদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন তাদের দেখভালের দায়িত্ব বর্তায় তার ওপর। ‘ডব্লিউটিএফ উইথ মার্ক ম্যারন’ পডকাস্টে তিন ই বলেন, ‘কম বয়সে, এমন বলাটা অসমীচীন হবে, তবে তাই ঘটেছে। আমি জানি না কেন, তবে আর বিয়ে করিনি, কারণ যে পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছে, তাদের আমার শোধরাতে চেষ্টা করতে হয়েছে, তবে কাউকে তো শোধরানো যায় না।’ ‘প্রাউড মেরি’ তারকা এর আগে জানিয়েছিলেন করোনাভাইরাস মহামারীর সময় ২০২০ সালে তার মনে আত্মহত্যার ইচ্ছা জেগেছিল। তিনি বলেন, ‘এমন কথা মনে আসা বিব্রতকর। কারণ? বিব্রত হব কেন? বাস্তব সময়ে এটি বাস্তব ভাবনা। অস্বীকার করার উপায় নেই। এর মোকাবেলা করতে হবে।’ তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমি নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম, আমি সাড়া দিচ্ছিলাম না। আমি এক বান্ধবীর সঙ্গে পরামর্শ করি। অন্তত এতোটা বুদ্ধি ছিল যে কারও সঙ্গে অনুভূতি প্রকাশ করতে পেরেছি। তখন মনে এলো, আমি পাগল এমন কাউকে ভাবতে দিতে পারি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টারাজি পি. হেনসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ