Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার ম্যাগনেসিয়াম সমস্যায় গাড়ি শিল্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৭:০৪ পিএম

গাড়ি নির্মাণ শিল্পে বহুল ব্যবহৃত ইস্পাতের খাদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল ম্যাগনেসিয়াম। বিশ্বের প্রায় ৯০ শতাংশ ম্যাগনেসিয়াম উৎপাদিত হয় চীনে। কিন্তু সেখানে জ্বালানি সঙ্কটের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ম্যাগনেসিয়াম উৎপাদন অনেক কম হয়েছে।

তাই সেই সময় ম্যাগনেসিয়ামের দাম বেড়ে গিয়েছিল। প্রতি টন ম্যাগনেসিয়ামের দাম উঠেছিল ১০ থেকে ১৪ হাজার ডলার - এ বছরের শুরুতে যা ছিল প্রায় দুই হাজার ডলার। ইউরোপের গাড়ি শিল্পের সংগঠন এসিইএ অক্টোবরের শেষ সপ্তাহে জানিয়েছিল নভেম্বরের শেষ নাগাদ ইউরোপে ম্যাগনেসিয়ামের সংকট দেখা দিতে পারে। সেটা হলে গাড়ি তৈরির কাজ কমে যাবে। ফলে অনেকে চাকরি হারাতে পারেন বলেও সতর্ক করে দিয়েছিল এসিইএ।

সবশেষ ইইউ শীর্ষ সম্মেলেন ম্যাগনেসিয়াম সংকটের বিষয়টি উত্থাপন করেছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ। গাড়ি শিল্প ছাড়াও প্যাকেজিং, কনজিউমার ইলেক্ট্রনিকস ও ঘরে ব্যবহৃত জিনিসপত্র তৈরিতেও ম্যাগনেসিয়ামের গুরুত্ব আছে।

চীনে ম্যাগনেসিয়াম উৎপাদন আবার বাড়ছে বলে জানা গেছে। কনসালটেন্সি ফার্ম সাংহাই মেটালস মার্কেট গত সপ্তাহে জানিয়েছে, ম্যাগনেসিয়াম উৎপাদন এখন স্বাভাবিক সময়ের ৭০ থেকে ৮০ শতাংশে পৌঁছেছে। তবে এই সঙ্কটে ম্যাগনেসিয়াম উৎপাদনে চীনের বিকল্প খোঁজার বিষয়টি আলোচনায় এসেছে। সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ