মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের একটি প্রাইমারি স্কুলে একজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদেরকে স্কুলের ভেতরে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয়। এসময় কাউকে স্কুল থেকে বের হতে এবং ঢুকতে দেয়া হয়নি।
খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন এবং স্কুলের সামনে জড়ো হয়ে শিশুদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। সেখানে তাঁরা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার পর শিক্ষার্থীদের খবর জানতে পারেন।
পরে স্কুলের সব শিক্ষার্থীর কোভিড টেস্ট করা হয়েছে বলে জানা গেছে এবং তাদেরকে বলা হয়েছে যে টেস্টের ফল না পাওয়া পর্যন্ত তারা যেন সারা রাত স্কুলের ভেতরেই অপেক্ষা করে। শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১২ বলে ধারণা করা হচ্ছে।
জিমু নিউজ নামের স্থানীয় একটি ওয়েবসাইটের খবর অনুসারে স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে স্কুলের প্রধান শিক্ষক বাইরে এসে অপেক্ষমাণ অভিভাবকদের জানান যে কোন কোন শিশুকে কোয়ারেন্টিনে যেতে হবে। এসময় অভিভাবকদেরকে শিশুদের জন্য কিছু কাপড়-চোপড় দেওয়ার কথা বলা হয়, কারণ তাদেরকে স্কুলের ভেতরে রাত কাটাতে হবে।
জিমু নিউজের সাইটে বলা হয় প্রধান শিক্ষক অভিভাবকদের জানান যে পরের দিন কোভিড টেস্টের ফলাফল হাতে পাওয়ার পরেই শিশুরা বাড়ি যেতে পারবে।
স্কুলের ভেতরে ঠিক কতজন স্কুলে আটকা পড়েছিল সেটা স্পষ্ট নয়, তবে ফালুন-গং গোষ্ঠীর সাথে সম্পর্কিত নিউ টাং ডাইন্যাস্টি টেলিভিশনের খবরে বলা হয়েছে যে শেষ পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
এর মধ্যে স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের কোভিড টেস্ট করা হয়েছে বলেও জানা গেছে। স্কুলটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে।
প্রায় দু’বছর আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর থেকেই চীনে কঠোরভাবে জিরো-কোভিড নীতি (করোনাভাইরাস পুরোপুরি নির্মূল করা) অনুসরণ করা হচ্ছে। এই নীতিতে কোন ধরনের পরিবর্তন হয়েছে বলেও মনে হচ্ছে না।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীনে যে ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে তার মধ্যে রয়েছে কঠোর লকডাউন, সীমান্ত বন্ধ করে দেয়া যা অনেক পশ্চিমা দেশের গৃহীত পদক্ষেপের বিপরীত। এমনকি এশিয়ার অনেক দেশেও এখন ধীরে ধীরে সবকিছু খুলে দেয়া হচ্ছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।