Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে নৌকার প্রার্থীকে জেতাতে শান্তিবাহিনী গঠন করে কেন্দ্র দখলের নির্দেশ জেলা আঃলীগ সভাপতির

কমলনগর (লক্ষ্মীপুর )উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৪:১৬ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগরকে জেতাতে প্রত্যেক ওয়ার্ডে শান্তিবাহিনী গঠন করে কেন্দ্র দখলের নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। মঙ্গলবার রাতে উপজেলার ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী এক মতবিনিময় সভায় তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাস্টারকে এ নির্দেশ দিয়েছেন। সভায় গোলাম ফারুক পিংকু ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা ) প্রার্থী বতর্মান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি নাকি চরকাদিরা ইউনিয়নে নৌকার সমর্থকদের হাত-পা কেটে ফেলবেন,ভেঙে দিবেন। আপনার এত ক্ষমতা এলো কোথথেকে? আপনার দলের চেয়ারম্যান ও মহাসচিব তো এত সাহস করে কথা বলে না। আপনি কি বাংলা ভাই হতে চান? এ সময় তিনি রামগতি ও কমলনগর উপজেলার যে সব ইউনিয়নে ভোট হচ্ছে না; ওই সব ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এনে চরকাদিরা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আইন শৃঙ্খলা রক্ষার্থে শান্তি কমিটি গঠন করে কেন্দ্র দখলের নির্দেশ দেন। আমাদের দলের কোন নেতা কর্মী যদি আহত কিংবা নিহত হয় এর দায়ভার খালেদ সাইফুল্লাহকে নিতে হবে।

নৌকার মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন (রাজু)কে উদ্দেশ্য করে বলেন, রাজু তুমি নৌকার মনোনয়ন চেয়েছো আমরা তোমাকে দিতে পারিনি। তাইবলে তুমি নৌকার বিরুদ্ধে ভোট করতে পারো না। তুমি দ্রুত আমার সাথে দেখা করো। তোমাকে দলের গুরুত্বপূর্ণস্থানে নিয়ে যাবো। এ সময় তিনি উন্নয়নের জন্য নৌকার প্রার্থীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

তার এমন বক্তব্যে চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে মাঠ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তৎক্ষনাৎ প্রতিবাদ জানানো হয়। বর্তমানে ঐ এলাকায় টানটান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।হাতপাখা-নৌকা মুখোমুখি অবস্থানে রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন মিয়া, রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নিজাম উদ্দিন, সধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ও কৃষক লীগের সভাপতি ডা. হারুনুর রশিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভাপতি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ