বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোট না দিলে নিজের গড়া গোরস্থানে কবর দিতে দেবেন না বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম। সোমবার (১ নভেম্বর) রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় প্রচারণা কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ হুমকি দেন।
হলদিয়াপালং ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সোমবার রাতে ৯ নম্বর ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেন। পরে তিনি বলেন, ‘যারা যারা নৌকায় ভোট দেবেন না তাদের চিহ্নিত করা হবে। তাদেরকে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাদেরকে কবর দিতে দেওয়া হবে না। তাদেরকে চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।
এদিকে এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তবে নিজ ঘোষণায় অটল রয়েছেন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম।
এই বিষয়ে বক্তব্য জানার জন্য শাহ আলমের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার পাড়ায় আমার সমাজে সবাই আমার আত্মীয়-স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদেরকে কবরস্থানে জায়গা দেওয়া হবে না। মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধিতা করে কেউ সেখানে স্থান পাবে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।