Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগে ব্যাটিং করেও জিতে দেখাল পাকিস্তান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৯:৩৬ এএম

নামিবিয়াকে হারানো নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেদের দলকে পরীক্ষায় ফেলে দেখে নেয়ার কথাই বললেন বাবর। টস জিতে আগে ব্যাটিং করেও জিতে দেখাল পাকিস্তান।

ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার হয়েই গিয়েছিল পাকিস্তানের জন্য। মঙ্গলবার নামিবিয়াকে হারিয়ে কাজটা সম্পূর্ণ করলেন বাবর আজমরা। গ্রুপ ২ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।

বাবর বলেন, 'আজকের খেলাটা অন্য রকম ছিল। চেয়েছিলাম ওপেনিং জুটি বেশিক্ষণ ক্রিজে থাকুক। সেটাই হয়েছে। আমরা নিজেদের দেখে নিতে চেয়েছিলাম, সেটা পেরেছি। সেমিফাইনালে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মোহাম্মদ হাফিজ ও হাসান আলি।'

শিশিরের সমস্যা যে ছিল, তা মেনে নিলেন বাবর। তিনি বলেন, “শিশির ছিল। ফিল্ডিংয়ের সময় সমস্যা হয়েছে। তবে সেটা অজুহাত হতে পারে না। আমাদের আরো ভালো ফিল্ডিং করতে হবে। সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সেমিফাইনালেও এই খেলা ধরে রাখতে পারব বলেই আশা করছি।

বুধবার ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৭৯ রান করেন তিনি। রিজওয়ান বলেন, নামিবিয়া খুব ভালো বল করেছে। আমরা চেয়েছিলাম শেষ অবধি ব্যাট করতে। সেটা পেরেছি। শেষের দিকে বড় রান করতে পেরেছি আমরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ