Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার আগে সেমিতে পাকিস্তান

পাকিস্তান : ২০ ওভারে ১৮৯/২ নামিবিয়া : ২০ ওভারে ১৪৪/৫ ফল : পাকিস্তান ৪৫ রানে জয়ী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ব্যাট হাতে শুরুটা হয়েছিল ধীর। ধীরে ধীরে খোলস থেকে বেড়িয়ে বাবর আজম খেলেন তার বিধ্বংসী ফিফটি। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট ক্যারি করে পঞ্চাশের দেখা পার মোহাম্মদ রিজওয়ান। শেষে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে ছোট্ট ক্যামিও খেলেন মোহাম্ম হাফিজও। পাকিস্তান গড়ে ১৮৯ রানের বিশাল পাহাড়। ব্যাটসম্যানদে দেয়া সেই ভিতে দাঁড়িয়ে বোলারদের খুব একটা কিছু করার ছিল না। তবে লড়াই ঠিকই চালিয়ে গেল নামিবিয়া। শেষ বল পর্যন্ত ব্যাট চালিয়ে গেলেন দলের সেরা তারকা ডেভিড ভিসে। তবে তার ভয় ধরানো ব্যাটিং শুধু হারের ব্যবধানই কমিয়েছে, এড়াতে পারেনি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের জয়টি ৪৫ রানের।

গতকাল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সমর্থ হয় নামিবিয়া। এর মাধ্যমে বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়ে সবার আগে সেমি ফাইনালে জায়গা নিশ্চিত হয়েছে ম্যান ইন গ্রিনদের। এর মাধ্যমে দীর্ঘ এগারো বছর পর ফের শেষ চারের টিকেট নিশ্চিত করল বাবরের দল। এর আগের চার আসরের সবগুলোতে পাকিস্তানই সেমিতে খেলেছিল। সবমিলিয়ে সাত আসরের মধ্যে পাঁচবার শেষ চারে খেলতে যা”েছ। যা বিশ্বকাপের অনন্য এক রেকর্ড। অথচ, ক্ষুদ্র ফরম্যাটের বিশ্ব আসরের সেমিফাইনালে সবশেষ পাকিস্তান খেলেছিল ২০১২ সালে। এরপর ২০১৪ ও ২০১৬ আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়ছিল এশিয়ার পরাশক্তিধর দেশটিকে!

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ব্যাট করে ১৮৯ রানের পাহাড় সমান রান করলেও, তাদের শুরুটা অবশ্য হয়েছিল ধীরগতিতে। প্রথম ১০ ওভারে তারা ৬০ রানও করতে পারেনি । কিš‘ শেষ দশ ওভারে ১৩০ রান করে পাকিস্তান। আর তাতে ভর করে শেষ পর্যন্ত পাহাড় সমান রান তুলতে সমর্থ হয় তারা। প্রথম উইকেটে জুটিতে ১১৩ রান তোলেন বাবর ও রিজওয়ান। এ সময় বাবর ৪৯ বল খেলে ৭০ রান করে আউট হন ভিসের বলে । তবে নিজেদের দ্বিতীয় উইকেটটি হারায় পাকিস্তান দ্রত। ওয়ান ডাউনে নামা ফখর জামান ৫ বল খেলে ৫ রান করে বিদায় নেন জ্যান ফ্রাইলাঙ্কের বলে। এরপর ক্রিজে এসেই ঝড় শুরু করেন হাফিজ। তিনি ১৬ বলে খেলেন ৩২ রানের ঝড়ো ইনিংস। শেষ ওভারে তিনি ২৪ রান তোলা রিজওয়ান ৫০ বল খেলে ৮৯ রানে থাকেন অপরাজিত।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের এই ১৮৯ রান দ্বিতীয় সর্বো”চ দলীয় সংগ্রহ। এতোদিন দ্বিতীয় সর্বো”চ দলীয় রান করার রেকর্ড ছিল বাংলাদেশের। বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৮১ রান করেছিল টাইগাররা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দলীয় সর্বো”চ অবশ্য আফগানিস্তানের দলখে। স্কটল্যান্ডের বিপক্ষে ১৯০ রান করেছিল তারা মোহাম্মদ নবীর দল।

পাকিস্তান এত রান করার পর বলতে গেলে ওই সময়ই নামিবিয়ার পরাজয় নিশ্চিত হয়ে যায়। তবুও তারা কিছুটা লড়াই করে, যদিও তারা একবারো জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। নামিবিয়ার হয়ে সর্বো”চ ৪৩ রান করেন ভিসে। দ্বিতীয় সর্বো”চ ৪০ রান করেস ক্রেইগ উইলিয়ামস। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পান হাসান আলী, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও সাদাব খান। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করা রিজওয়ানের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।



 

Show all comments
  • Md Mahfuzur Rahman ৩ নভেম্বর, ২০২১, ৬:০০ এএম says : 0
    এটা একটা ভাল অনুষ্ঠান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ