আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ১৯০ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা ধীরগতির হলেও শেষ দশ ওভারে ১৩০ রান করে পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত পাহাড় সমান রান তুলতে সমর্থ হয় তারা।
এবারের বিশ্বকাপে এই রান দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এতোদিন দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান করার রেকর্ড ছিল বাংলাদেশের। বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৮১ রান করেছিল টাইগাররা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ ১৯০ রান করেছে আফগানিস্তান। স্কটল্যান্ডের বিপক্ষে এই রান করে তারা।
এর আগে ম্যাচটিতে প্রথম উইকেটের জুটিতে ১১৩ রান তোলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এ সময় বাবর ৪৯ বল খেলে ৭০ রান করে আউট হন ডেভিড ভিসার বলে । তবে নিজেদের দ্বিতীয় উইকেটটি হারায় পাকিস্তান দ্রত। ওয়ান ডাউনে নামা ফখর জামান ৫ বল খেলে ৫ রান করে জান ফ্রাইলাঙ্কের বলে আউট হন। এরপর ক্রিজে এসেই ঝড় শুরু করেন মোহাম্মদ হাফিজ। তিনি ১৬ বল খেলে ৩২ রান করেন। অপরদিকে মোহাম্মদ রিজওয়ান ৫০ বল খেলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচের শেষ ওভারে তিনি ২৪ রান তোলেন।