Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকায় উড়াল দিয়েছেন সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১:০৯ পিএম

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। বাংলাদেশের উঠা হচ্ছে না সেমিফাইনালে। শেষ দুই ম্যাচে সাকিব দর্শক। মঙ্গলবার পরিবারের কাছে আমেরিকায় উড়াল দিয়েছেন। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

স্বপ্ন ছিল, দলকে তুলবেন বিশ্বকাপের সেমিফাইনালে। ব্যক্তিগতভাবে আকাশ ছোঁয়ার ইচ্ছাও ছিল। কিন্তু কিছুই পূরণ হলো না। খালি হাতে শেষ সাকিব আল হাসানের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন সাকিব। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ম্যাচের বাকি অংশ খেলেছেন। চার ওভার করে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন ওপেনিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সেদিনই প্রথম ইনিংস উদ্বোধন করেন। তবে ১২ বলে ৯ রানের বেশি করতে পারেননি।

সুপার টুয়েলভে বাংলাদেশ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। গতরাতে সাকিব ছিলেন দলীয় বৈঠকে। টুকটাক আলোচনাও করেছেন নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে।

তিন বছর আগে দুবাইতে এশিয়া কাপ অভিযানের মাঝপথে দেশে ফিরেছিলেন সাকিব। এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব। বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। দুটিতেই জয়ের নায়ক সাকিব।

নানা কারণে এবারের বিশ্বকাপও তার স্মরণীয় হয়ে থাকবে। ব্যাটিংয়ে ৬ ম্যাচে ১৩১ রান ও বল হাতে ১১ উইকেট পেয়েছেন। বল হাতে ধারাবাহিক সাফল্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি এবং বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার অনন্য কীর্তি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ