Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তান দল নিয়ে প্রশ্ন করুন, ভারত নয়’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১১:২০ এএম

পাকিস্তান যেখানে বিশ্বকাপ সেমিফাইনালে প্রায় উঠেই গেছে, ভারত সেখানে বিদায়ের মুখে দাঁড়িয়ে। একটা দল বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে। অন্য দলটি অপ্রত্যাশিতভাবে মুখ থুবড়ে পড়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে এসে প্রতিবেশী দুই দেশের ছবিটা এখন এ রকমই।

এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটারদের সব রকম বিতর্ক থেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে তাদের দল পরিচালনা সংস্থা। যে ব্যাপারটা ধরা পড়ল সোমবার, পাকিস্তান-নামিবিয়া ম্যাচের আগের দিন শোয়েব মালিকের সংবাদ সম্মেলনে। যেখানে এই বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে খোঁচানোর চেষ্টা করা হয় সানিয়া মির্জার স্বামীকে। কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে যান পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার।

এ দিন দুপুরে দুবাই থেকে ভিডিও কলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শোয়েব। সংবাদ সম্মেলন কিছুটা গড়ানোর পরে প্রথম বিতর্কিত প্রশ্নটা উড়ে আসে। প্রশ্নকর্তা বলেন, ‘এখন তো বিশ্বকাপে দুটি দলকে নিয়ে খুব চর্চা হচ্ছে। একটা পাকিস্তান, অন্যটা ভারত। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে ভারত আর সেমিফাইনালে যেতে পারবে?’ এর পরে প্রশ্নকর্তা আরো যোগ করেন, ‘আপনার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে নিয়ে অবসর নেবেন। এখন কি মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে?’

প্রশ্ন দুটি শুনেই গম্ভীর হয়ে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার। বলে উঠলেন, ‘আপনি তো এক সাথে অনেক প্রশ্ন করে বসলেন। কোনটার জবাব দেব আগে?’

তার পরে একটু থেমে বলে চললেন, ‘আচ্ছা প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি আগে। আমরা শুধু আমাদের দলের ওপরে নজর দিচ্ছি। কী আমাদের লক্ষ্য, কী আমাদের পরিকল্পনা আর এগুলো কিভাবে পূরণ করা যায়, শুধু সেটাই মাথায় রাখছি। এ ছাড়া ডানে-বাঁয়ে যা ঘটছে, তার দিকে তাকাচ্ছি না। কোনোভাবেই নেতিবাচক ব্যাপারগুলোকে আমরা শিবিরে ঢুকতে দেব না।’

এর পরে নিজের অবসর প্রসঙ্গে পাক ব্যাটারের মন্তব্য, ‘আমরা এখন বিশ্বকাপে খেলছি। আমাদের সমস্ত মনোযোগ এখন এখানে ভালো করার ওপরে। তাই অন্য কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই।’

শোয়েবের উত্তর শেষ হতে না হতেই আসরে নেমে পড়েন মিডিয়া ম্যানেজার। সাংবাদিকদের উদ্দেশে জানিয়ে দেন, ‘কাল পাকিস্তান ম্যাচ। আপনারা সেই ম্যাচ নিয়েই প্রশ্ন করুন। অন্য কিছু নিয়ে নয়।’

কিন্তু বিতর্ক উস্কে দেয়ার চেষ্টা তাতে থামেনি। পরের প্রশ্নটা উড়ে আসে- 'গণমাধ্যমে চর্চা চলছে যে, জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে বলে ভারতের খেলা খারাপ হচ্ছে। এটা ঠিক নাকি সাত দিন আগে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারায় চাপে পড়ে গেছে ভারত?’

প্রশ্ন শেষ হতে না হতেই মিডিয়া ম্যানেজারের গলা ভেসে আসে- ‘আপনি দয়া করে পাকিস্তান দল নিয়ে প্রশ্ন করুন। তার বাইরে নয়।’ প্রশ্নকর্তা তবু বলার চেষ্টা করেন, ‘আমি তো পাকিস্তান দল নিয়েই করছি। পাকিস্তানের কাছে হেরে চাপে পড়ে গেল কি না ভারত?’ এ কথা শোনার পরে প্রশ্নকর্তাকে আর সুযোগ দেননি মিডিয়া ম্যানেজার। সাথে সাথে চলে যান পরবর্তী সাংবাদিকদের কাছে।

 



 

Show all comments
  • Jannat Aktar ২ নভেম্বর, ২০২১, ১:৩৩ পিএম says : 0
    ঠিক ভারতকে নিয়ে যারা মাতামাতি করে তাদেরকে কাল থেকে খুঁজে পাওয়া যাবে না
    Total Reply(0) Reply
  • Naim Bin Johir ২ নভেম্বর, ২০২১, ২:০২ পিএম says : 0
    Very sad!!
    Total Reply(0) Reply
  • নীল ধ্রুব তাঁরা ২ নভেম্বর, ২০২১, ২:৫২ পিএম says : 0
    ভারত-পাকিস্তান ম্যাচ হলেই এই দম্পত্তি পড়ে বিপদে। কি আর করার শত্রু দেশে আত্মিয়তা করলে যা হয়।
    Total Reply(0) Reply
  • সাইফুল্লাহ নবীন ২ নভেম্বর, ২০২১, ২:৫৩ পিএম says : 0
    ভারত বিদায় হলে কি যে অবস্থা হবে সেই চিন্তা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ