আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ওপেনার জস বাটলার।
ম্যাচটিতে প্রথমে ৪৫ বল খেলে হাফসেঞ্চুরি করেন তিনি। এরপর আর মাত্র ২২ বল খেলে পূর্ণ করেন সেঞ্চুরি। সব মিলিয়ে তিনি খেলেন ৬৭ বল। আর এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েছেন বাটলার।
এর আগে বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সবচেয়ে বেশি বল ৬৬টি বল খেলেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ২০১০ সালে ভারতের বিপক্ষে ৬৬ বল খেলে ৯৮ রান করেন গেইল। অপরদিকে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্যামুয়েলস ৬৬ বল খেলে ৮৫ রান করেন।
বাটলার নিজেদের ইনিংসের শেষ বলে মানে ১৯.৬ বলে সেঞ্চুরি করেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এর কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০১৮ সালে ইংলিশদের বিপক্ষে এমন অনবদ্য সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল।
তাছাড়া বাটলার ক্রিকেটের জনক ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটেই (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) সেঞ্চুরি করার অনন্য কীর্তির মালিক হয়েছেন।