Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ৩ ডিআইজিসহ উচ্চ পর্যায়ে রদবদল

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে- তিনজন ডিআইজি এবং ৮ জন অতিরিক্ত ডিআইজি রদবদলের কথা উল্লেখ করা হয়েছে। এতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আতিকুল ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। এছাড়া সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাইনুল হাসানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাঃ আবুল কালাম আজাদকে বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্টেনিং সেন্টার রংপুরের কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) শেখ ওমর ফারুককে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়াকে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট মো. বখতিয়ার আলমকে পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সায়েদুর রহমানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশের ৩ ডিআইজিসহ উচ্চ পর্যায়ে রদবদল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ