Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

নাছিম উল আলম : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে ২২ দিনের মূল প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা উঠে যাবার এক সপ্তাহের মাথায়ই সারাদেশে জাটকা আহরণে টানা ৮ মাসের নিষেধাজ্ঞা বলবৎ হল গত মধ্যরাত থেকে। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে পরিপক্কতা অর্জনসহ পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হতে প্রতি বছরের মত এবারো ১ নভেম্বর থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত সারা দেশে জাটকা আহরণে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার এসময়ে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ছাড়াও মৎস্য বিভাগ নানা ধরনের অভিযান পরিচালনা করবে। পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি করবে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর।

জাটকা আহরণে নির্ভরশীল জেলেদেরকে আহরণ নিষিদ্ধকালীন এ সময়ে খাদ্য সহায়তা হিসেবে এবারো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত দু’দফায় বিনামূল্যে ৪০ কেজি করে চাল বিতরণ করবে সরকার। তবে দেশে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও বেহুন্দি জালসহ অন্যান্য ক্ষতিকর মৎস্য আহরণ উপকরণের সাহায্যে যে পরিমাণ জাটকা আহরণ হয়, তার এক-দশমাংশ রক্ষা করা গেলে বছরে আরো অন্তত ১ লাখ টন ইলিশের উৎপাদন বৃদ্ধি সম্ভব হত বলে মনে করেন মৎস্য বিজ্ঞানীরা। ইলিশ প্রজনন আহরণ নিষিদ্ধকালীন গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলভাগে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ৯ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা আহরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ