Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাটকা আহরণে নিষেধাজ্ঞা উঠে গেল

নাছিম উল আলম : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৬ পিএম

দেশে জাটকা আহরণে টানা ৮ মাসের নিষেধাজ্ঞা উঠে গেল গত মধ্যরাতে। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে প্রতিবছর ১ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকে। এসময়ে দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ আদালত এবং মৎস্য বিভাগ নানা ধরনের অভিযান পরিচালনা করে। পাশাপশি নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীও অভ্যন্তরীণ নদ-নদী এবং উপকূলীয় এলাকায় নজরদারি করেছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর।

মৎস্য অধিদফতরের মতে, গত ৮ মাসে দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় প্রায় ৯ হাজারের মত অভিযান ও দেড় সহস্রাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৮ শতাধিক জেলে ও মৎস্যজীবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ ও প্রায় ৫০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৪শ’ টন আহরণ নিষিদ্ধ জাটকাসহ বিভিন্ন অভয়াশ্রম থেকে আহরিত আরো প্রায় ৫০ টন বিভিন্ন প্রজাতির মাছ আটক করা হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত প্রায় ১৬ লাখ মিটার কারেন্ট জাল, প্রায় ৭ হাজারটি বেহুন্দি জাল ও বের জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল আটক করে ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য অধিদফতরের আভিযানিক দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা আহরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ