Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৬ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার লিঙ্ক রোডে গতকাল ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামসুল আলম নগরীর লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের পিতা। থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় শামসুল আলমকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক শাহীনসহ ট্রাকটি আটক করা হয়েছে।
নোয়াখালী ব্যুরো জানায়, কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। এতে আরো গুরুত্বর আহত হয়েছে ৩ জন সিএনজি যাত্রী। নিহতরা হলো শিমুল কুমার সূত্রধর (১৮), নয়ন সূত্রধর (৩৫) ও চন্দনা রাণী সূত্রধর (২১)। গত রোববার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড টু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সংযুক্ত বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বারবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। গতকাল সকালে এঘটনা ঘটে। নিহত কণা (২০) জেলার শ্রীপুর উপজেলার তালতলীর মোস্তফা কামালের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ঢাকায় যাচ্ছিলেন। এঘটনায় অপর নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশাসহ চলন্ত সাতটি গাড়িকে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রুনা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৯ জন। গতকাল দুপুরে সদর উপজেলার মুক্তারপুর সিএনজি স্ট্যান্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন মোস্তফা মেট্রালের সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ২ জন আহত হয়েছে। গত রোববার রাতে মহাসড়কের উপর দাঁড়ানো ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রায়হান (৩৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ