Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করছেন নীরব খান ও লাবণ্য লি

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় আর.জে. উপস্থাপক, অভিনেতা নীরব খান ও এই প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রী লাবণ্য লি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আগামী ২৮ অক্টোবর তারা দু’জন বিয়ে করতে যাচ্ছেন বলে জানান দু’জন। মিডিয়াতে কাজ করতে এসে প্রায় দেড় বছর আগে নীরব ও লাবণ্য লি’র মধ্যে পরিচয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই ভালোলাগা, ভালোবাসা। তবে দু’জনই জানালেন বিয়ে হচ্ছে পারিবারিক আয়োজনের মধ্যদিয়ে। লাবণ্য লি’কে বিয়ে করা প্রসঙ্গে নীরব খান বলেন, ‘আমার বাবা মা দু’জনই মুক্তিযোদ্ধা। তাদের আগ্রহ ছিল আমি যেন এমন কাউকে বিয়ে করি যে আমাকে, আমার পরিবারকে ভালোবাসবে। পরিবারের ইচ্ছেকে প্রাধান্য দিবে। লাবণ্য এমনই একজন মানুষ যার মধ্যে আমি পরিবারকে ভালোবাসার খাঁটি মন পেয়েছি। লাবণ্য এমনই একজন মেয়ে যার উপর ভরসা করা যায়, যাকে অনেক ভালোবাসাও যায়। আমার জীবনসঙ্গিনী হিসেবে তাকে পেতে যাচ্ছি, এটা আমার জন্য উপরওয়ালার আশীর্বাদ।’ লাবণ্য লি বলেন, ‘নীরবের সঙ্গে পরিচয়ের শুরু থেকেই তাকে আমার অনেক বেশি ভালোলাগে। খুব কেয়ারিং একজন মানুষ, ভালোবাসার মানুষটাকে কীভাবে আগলে রাখতে হয় নীরব তা জানে। সবচেয়ে বড় কথা তার দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা আর কাজের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।’ এদিকে আজ ১১ অক্টোবর লাবণ্য লি’র জন্মদিন। তবে জন্মদিনে তিনি বিশেষ কিছু করতে পারছেন না। কারণ জন্মদিনে তাকে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। নীরব খান বর্তমানে ‘সিটি এফএম ৯৬’-এর হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত। পাশাপাশি আর জে হিসেবেও কাজ করছেন। বাংলাভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। পাশাপাশি তারেক মাহমুদের নির্দেশনায় তিনি ‘চটপটি’ সিনেমাতেও অভিনয় করছেন। লাবণ্য লি ও নীরব খান দু’জনেরই গ্রামের বাড়ি রাজবাড়ি। লাবণ্য লি সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘জগতি’ ‘মানুষ’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন। রয়েল খানের নির্দেশনায় তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘গেইম রিটার্নস’ সিনেমাতে। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। লাবণ্য লি প্রথম অভিনয় করেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘কবুলীয়তনামা’ ধারাবাহিকে।



 

Show all comments
  • Rabbi ১৭ অক্টোবর, ২০১৬, ১:৪৮ পিএম says : 0
    very good
    Total Reply(0) Reply
  • হাবিব ১৭ অক্টোবর, ২০১৬, ১:৪৮ পিএম says : 0
    শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে করছেন নীরব খান ও লাবণ্য লি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ