বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আজও (সোমবার) মৃত্যু নেই সিলেটে। তবে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছেন করোনাভাইরাসে। গত চব্বিশ ঘন্টায় ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদের।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ১৬ জন। এছাড়া বর্তমানে ১২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন সিলেট বিভাগে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রদত্ত সূত্র মতে, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় ১১৭৫ জনই আছে মৃতের সংখ্যা এখনও।
এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট মৃতের সংখ্যা ৯৮২ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছেন হবিগঞ্জে।
অপরদিকে, গত চব্বিশ ঘন্টায় ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে ৩ জন সিলেট, ২ জন মৌলভীবাজারের ও ২ জন হবিগঞ্জে। ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদের। শনাক্তের হার ০ দশমিক ৯৬। সবমিলিয়ে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৮১ জন এখন বিভাগে । এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৫০ জন সহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮২০ জন, সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৫ জন ও ৬৬৫১ জন রয়েছেন হবিগঞ্জে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।