Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‌আইপিএলের বাঘ বিশ্বকাপে মিউ মিউ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১০:৩২ এএম

পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে- বিরাট কোহলির ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন কার্যত বিলীন।

অংকের হিসেবে ক্ষীণতর একটা সম্ভাবনা আছে। অর্থাৎ গ্রুপের বাকি তিনটি ম্যাচ স্কটল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে বিপুল ব্যবধানে জিততে হবে এবং এই তিনদলের সঙ্গে অন্তত একটি ম্যাচে হারতে হবে নিউজিল্যান্ডকে। অর্থাৎ, আইপিএলে বাঘদের এখন তাকিয়ে থাকতে হবে ক্রিকেটের বিড়াল স্কটল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্থানের দিকে।

অথচ ভারতীয় ক্রিকেটাররা আইপিএল উপলক্ষ্যে প্রায় দেড়মাস দুবাইতে আছেন। পরিবেশ এবং মাঠ সম্পর্কে তাদের পরিচিতি সব থেকে ভালো। কিন্তু, দেশের হয়ে জার্সিতে আইপিএল বাঘেরাই যেন বিড়াল হয়ে মিউ মিউ করছে।

বিরাট নিউজিল্যান্ড ম্যাচ শেষে দু’টি কথা বলেছেন। এক, জেতার মতো সাহস আমরা দেখাতে পারিনি। দুই, দেশের ক্রিকেট অনুরাগীদের প্রত্যাশার চাপটা নিতে পারিনি।

বিরাটকে সবিনয়ে প্রশ্ন করতে হয়- কাপুরুষরা কবে সাহস করে বুক চিতিয়ে থেকেছে? আর দেশের মানুষের প্রত্যাশা? যখন বোর্ডের কাছ থেকে কোটি কোটি টাকা মাইনে, বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেন বিরাট কোহলি এবং অন্য ভারতীয় ক্রিকেটাররা তখন কি দেশের মানুষের কথা তাদের একবারও মনে থাকে? মনে থাকে কি দেশের অভুক্ত মানুষেরা এই ভারতীয় দলের খেলা দেখার জন্য টিভি সেটের সামনে বসে পড়ে কলের জল খেয়ে! প্রত্যাশার চাপ আর কোহলিরা কি অনুভব করেছেন! ভারতীয় ক্রিকেট দলের একটি জয় কি প্রত্যাশার পাহাড় তৈরি করে? মাঠে কোহলিদের লড়াই দেখে এই হ্যাভ-নট ভারতীয়রা ক্ষুধা তৃষ্ণা ভুলে নিজেরাই এক একজন কোহলি হয়ে যায়। আর দলকে কাপুরুষের মতো হারতে দেখলে অন্ধকারের বিবরে মুখ লুকায়। এদের প্রত্যাশা যখন খান খান করে ভেঙে দেন ক্রিকেটাররা, তখন? তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ কর, আর তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ কর, তার বেলা!

ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের গড়পড়তা পড়াশোনা এমন নয় যে, তারা এই লাইনগুলো শুনবেনই। কিন্তু, আজও বোধহয় এই লাইনগুলো প্রাসঙ্গিক। টি টোয়েন্টিতে কোহলি - শাস্ত্রীরা নোটিশ পিরিয়ডে আছে বলেই ভারতের এই অবস্থা । নেটিজেনদের এই বক্তব্যের সঙ্গে একমত হওয়া গেল না। মাঠে খেলতে নেমে কেউই হারতে চায় না। না, বিরাট কোহলিও নয়, রবি শাস্ত্রীও নয়। আসলে অপারগতা আর আসামর্থ আজ ক্রিকেটারদের এই জায়গায় এনে ফেলেছে। ওঁরা নাকি পেশাদার! যে পেশাদারিত্বে হারের পর অনুশোচনা থাকে না, সেই পেশাদারিত্ব শিকেয় তোলা থাক। ভারতীয় ক্রিকেট দলকে কেন্দ্র করে জাতীয় আবেগ তার জায়গাতেই থাক। শুধু আমরা বাঘ আর বিড়ালের তারতম্যটা বুঝতে পারলেই হলো!



 

Show all comments
  • Nasir Uddin ১ নভেম্বর, ২০২১, ৬:০৪ পিএম says : 0
    আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেই তাহলে তারাই সেমিতে যাবে কারণ তাদের রানরেট খুবই ভালো। ভারতের সূযোগ নাই বললেই চলে।
    Total Reply(0) Reply
  • Mohammad Shamim Khan ১ নভেম্বর, ২০২১, ৬:০৪ পিএম says : 0
    খেলা যার যার,, ভারত হারলে উৎসব সবার
    Total Reply(0) Reply
  • Aslam Arafat ১ নভেম্বর, ২০২১, ৬:০৫ পিএম says : 0
    ভারত আবারও বন্ধুত্বর পরিচয় দিছে আমার হারছি বলে তারা হারছে কি মিল
    Total Reply(0) Reply
  • কবি এস এ তুহিন ১ নভেম্বর, ২০২১, ৬:০৫ পিএম says : 0
    ভারত আইপিএল আয়োজন করে বিশ্ব ক্রিকেট কে ধ্বংস করতে চেয়েছিল।আজ তাদের ফাঁদে নিজেরাই পা দিয়ে ভারতের ক্রিকেট ধ্বংসের পথে।ভাবতে ভালোই লাগে
    Total Reply(0) Reply
  • Shaheen Islam ১ নভেম্বর, ২০২১, ৬:০৫ পিএম says : 0
    ভারতকে হারালে সব চাইতে বেশি খুশি হয় বাংলাদেশের জনগণ ।
    Total Reply(0) Reply
  • Md Majedul Islem ১ নভেম্বর, ২০২১, ৬:০৬ পিএম says : 0
    নতুন নিয়ম করা হোক গুরুপের ১ ও ৬ নম্বর দল সেমিফাইনালে খেলবে তাহলে দাদাদের সাথে আমরাও সেমিফাইনালে খেলতে পারবো!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ