Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরিষ্কার মোজার জন্য ছুটি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

অফিসের বসের কাছে অদ্ভুদ কারন দেখিয়ে ছুটির আবেদন করেছেন এক কর্মী। বেসরকারি সংস্থায় কর্মরতরা মাঝেমধ্যে ছুটি নেন। ছুটি চাইতে গিয়ে তাদের কেউ কেউ নানা অজুহাতও দেন। বস সুযোগ সুবিধা বুঝে ছুটির আবেদনে অনুমোদন দেন। কেউ পান আবার কেউ পান না।
সম্প্রতি একটি ছুটির আবেদন জানানো হোয়াটসঅ্যাপ মেসেজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কিন মুরে নামে এক ব্যক্তি তার কর্মীর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ঘটনাটি ইংল্যান্ডের ব্রিস্টল শহরের।

মেসেজে ঠিক কী ছিল? ওই কর্মী লিখেছেন তিনি অফিসে একদিনের ছুটি চান। কারণ, তার প্রেমিকা মোজা কাচতে ভুলে গেছেন। সেটি অপরিষ্কার হওয়ায় পরে অফিস আসা সম্ভব নয়। আর মোজা ছাড়া অফিস যাওয়াও সম্ভব নয়। কারণ, তার জুতা ছিঁড়ে গেছে। তাই জুতা পরতে মোজা প্রয়োজন।
এই মেসেজ পাওয়ার বস পর কী করবেন তা বুঝতে পারেননি। শেষ পর্যন্ত কর্মীকে ছুটির অনুমোদন দেন। সে সঙ্গে বস মেসেজে লিখেছেন, আর কেউ এমন যুক্তি দিয়ে ছুটি চাইলে দিতেন না।

হোয়াটসঅ্যাপ মেসেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন কারণ দেখিয়েও কেউ ছুটির আবেদন করতে পারেন, তা ভেবেই হেসে খুন নেটিজেনরা।
আবার কারও কারও দাবি, বসেরই উচিত ছিল ছুটির পাশাপাশি এক জোড়া মোজাও দেওয়া। তবে অনেকেই ছুটির কারণে অবাক। এভাবেও যে ছুটি চাওয়া যায়, তা ভাবতেই পারছেন না কেউ কেউ। সূত্র : ল্যাড বাইবেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ