Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানরও ‘ঘুষ’ খায়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

চোখ থেকে চোখের পলকে চশমা ছিনিয়ে নিয়ে বাঁদর শুরু করে দেয় বাঁদরামি। চশমা ফিরে পেতে বাঁদরের দিকে ঘুষ বাড়িয়ে দিতে হয়েছে ওই লোকটিকে। সম্প্রতি ভারতে ঘটে যাওয়া এমন একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই উঠে এসেছে বাঁদরামির এই কাণ্ড। তবে ঘটনাটি ভারতের ঠিক কোথায় ঘটেছে, তা জানা যায়নি।

ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা নিজের টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের চশমা ফিরে পেতে বানরের সঙ্গে দরাদরি করছেন। চশমা ছিনিয়ে নিয়ে একটি লোহার খাঁচার মতো জায়গার ওপর উঠে বসে রয়েছে বানরটি।
লোহার খাঁচার নিচে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। চশমা ফিরে পেতে বানরকে তিনি একটি ফলের রসের প্যাকেট দেওয়ার চেষ্টা করছেন। একইসঙ্গে হাত থেকে সেটি বানরটি যখন নিতে যাচ্ছে, তখন তিনি সেটি ধরে রেখে আরেক হাত পেতে চশমাটি চাইছেন।

তবে বানরও বেশ চালাক। লোকটির দেখাদেখি চশমাটি মাটিতে গড়িয়ে দিয়ে আরেক হাতে সেই জুসের প্যাকেকটি টেনে নিয়েছে সে। নিমেষে এই ভিডিও নজর কেড়েছে অনেকের। আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্মার্ট বানর, এক হাতে দাও, এক হাতে নাও’
অনেকে শেয়ারও করেছেন বাঁদরের এই বাঁদরামির ভিডিও। এক ইউজার লিখেছেন, বহু ভারতীয় মন্দিরে এভাবেই বানরদের ট্রেনিং দেওয়া হয়। যেমন বারাণসী, মথুরা ও বৃন্দাবন। আরেক ইউজার লিখেছেন, বৃন্দাবনে চুরি করা জিনিস যতক্ষণ না বাঁদরকে কিছু দেওয়া হচ্ছে, ততক্ষণ সে ফেরত দেয় না। খাবার বা কোনো পানীয় দিলে তবেই সেটি ফেরত পাওয়া যায়। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

 



 

Show all comments
  • jack ali ১ নভেম্বর, ২০২১, ৬:১৭ পিএম says : 0
    এই বাঁদররা ঘুষ খাওয়া আমাদের দেশ থেকে শিখেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ