পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কোনো লাজ-লজ্জা আছে বলে মনে হয় না। এতো কথা, এতো প্রতিবাদ তাও এই সরকারের লাজ-লজ্জা হয় না। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করছে, গুম করছে। কিন্তু এদেশের জনগণ এটি আর হতে দেবে না। গতকাল রোববার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির মিছিল-মিটিং সরকারের ক্ষতির জন্য নয় মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আমাদের মিছিল মিটিং থেকে সরকারের শিক্ষা নেয়া দরকার। আমরা কি বলছি, কি বলতে চাই? সেখান থেকে কোনো কথা দেশের কাজে আসবে কিনা, সেটা সরকারকে বুঝতে হবে। সমালোচনা ও মিছিল করলেই সরকার গোস্বা করে, রাগ হয়ে যায়। আর আমাদের ছেলেপেলেদের পেটায়। আরে ছেলেপেলেদের পিটিয়ে কি মানুষের মুখ বন্ধ করা যাবে? খাওয়ার জন্য যেমন মুখ দরকার আছে, তেমনই কথা বলার জন্য মুখের দরকার আছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির হাজার হাজার কর্মী যে ডাকের অপেক্ষায় আছে, সেই ডাক দিলে এমন আন্দোলন হবে তাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আপনাদের সকলকে ভয় উপেক্ষা করে সেই আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের মামুন খান, ওমর ফারুক কাওসার, সাজিদ হাসান বাবু, মাজেদুল ইসলাম রুমন, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিঙ্কন, পার্থদেব মণ্ডল, আমিনুর রহমান আমিন, মো: শাহওেয়াজ প্রমুখ। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তানজিল হাসান, মহিন উদ্দিন রাজু, তবিবুর রহমান সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শাফি ইসলাম, ইডেন কলেজ ছাত্রদলের সানজিদা ইয়াসমিন তুলিসহ পাঁচ শতাধিক নেতাকর্মী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।