মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর আক্রমণে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে। শনিবার রাজধানী খার্তুমের পশ্চিমে নীলনদের অপর তীরে উম্ম দুরমান শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় তিন বিক্ষোভকারী নিহত হন। সুদানের সেন্ট্রাল কমিটি ফর সুদানিজ ডক্টরস জানিয়েছে, গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ওই তিন ব্যক্তি নিহত হন। গত ২৫ অক্টোবর সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও তার মন্ত্রিসভাবে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন সুদানিরা। শনিবার তারা চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘১০ লাখের বিক্ষোভের’ ডাক দেয়। তবে বিক্ষোভে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছে, সামরিক ও নিরাপত্তা বাহিনীর আক্রমণে তিন ব্যক্তি নিহত হওয়া ছাড়াও আরো শতাধিক লোক আহত হয়েছেন। এদিকে রাজধানী খার্তুমে কয়েক লাখ বিক্ষোভকারী বিভিন্ন ব্যানার ও সুদানি পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই সময় তারা ‘সামরিক শাসন মানি না’ ও ‘এই দেশ আমাদের ও আমাদের সরকার বেসামরিক’ সেøাগান দেয়। অন্যদিকে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে খার্তুমের প্রধান প্রধান সব সড়ক ও সেতু বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। একইভাবে সুদানের বিভিন্ন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হাইসাম মোহাম্মদ নামের এক বিক্ষোভকারী বলেছেন, ‘জনগণ তাদের বার্তা পৌঁছে দিয়েছে। এ থেকে ফিরে আসা অসম্ভব এবং ক্ষমতা জনগণের। আল-জাজিরা, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।