Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিরিশ বাউলের কণ্ঠে সম্প্রীতির গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

লালন, হাছন, পাঞ্জু শাহ, শাহ আব্দুল করীম কিংবা আবদুর রহমান বয়াতীর মত সুর সাধকেরা এ দেশের মরমী সংগীতকে লালন ও ধারণ করে আধ্যাত্মিকতার পাশাপাশি একটি অসাম্প্রদায়িক চেতনা উপহার দিয়ে গেছেন। বর্তমান প্রজন্মের বাউলেরা তারই পথ ধরে এগিয়ে যাচ্ছেন নিরন্তর একটি ভালোবাসাময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায়। দেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি অস্থিতিশীল করার বিরুদ্ধে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সম্প্রতি শিল্পকলার সঙ্গীত ও নাট্যকলা মিলনায়তনে সুরেসুরে শান্তি ও সাম্যের আহবান নিয়ে হাজির হয়েছিলেন দেশের সেরা বাউলেরা। এতে ৩০ জন বাউল অংশগ্রহণ করেন। গানে গানে সম্প্রীতির বাণী তুলে ধরেন তারা। একুশে পদক প্রাপ্ত বাউল সঙ্গীত সাধক আবদুর রহমান বয়াতী স্বরণে আয়োজিত এ সাম্প্রদায়িকতাবিরোধী বাউল সন্ধ্যায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সংস্কৃতিসেবক শাহীন রেজা। অনুষ্ঠানের শুরুতে দেশবরেণ্য তিন বাউল শফি মন্ডল, শামসুল হক চিশতী এবং কাঙ্গালিনী সুফিয়াকে সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহীন রেজা। স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রহমান বয়াতী ফাউন্ডেশনের সভাপতি আলম বয়াতী। কবি ও সুরের তালে তালে দর্শদের মুগ্ধ করে তোলেন, বাউল শফি মন্ডল, শামসুল হক চিশতী, কাঙ্গালিনী সুফিয়া, টুনটুন ফকির, আবদুল কুদ্দুস বয়াতী, ফকির শাহাবুদ্দীন, আকলিমা সরকার, পাগলা বাবলু, সমির বাউল, আয়নাল হক, আলেয়া বেগম, হীরক রাজা, বিদ্যুত ক্ষ্যাপা, বাবুল সর্দার, নয়ন সাধু, আমজাদ বাউল, মানিক দেওয়ান, মিরাজ দেওয়ান, গরীব মুক্তার, তাকবীর শাহ, ফারুক নুরী, এস আর মানিক, আশিক দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে তারুণ্যের ব্যান্ড অহর্নিশ-এর আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে তিন বরেন্য বাউলকে বিশেষ সম্মাননা জানায় বৈচিত্র টিভি আর আব্দুর রহমান বয়াতীর বাদ্যযন্ত্রের অনুকরণে তৈরী সম্মনলায় সবাইকে ভূষিত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্প্রীতির গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ