প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন অ্যাসোসিয়েশন টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকো নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। সমান সংখ্যক ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের অঞ্জন এইচ চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে ডিবিসির ইকবাল সোবহান চৌধুরী ও দেশ টিভির আরিফ হাসান। অন্যান্য পরিচালকগণ হলেন, এটিএন বাংলার মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির মো. জসিম উদ্দিন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের, এশিয়ান টিভির লিয়াকত আলী খান মুকুল, নাগরিক টিভির রুবানা হক, একুশে টিভির আবদুস সামাদ, নিউজ টোয়েন্টিফোর-এর সায়েম সোবহান আনভীর, চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন এবং এনটিভির আশফাক উদ্দিন আহমেদ। টিপু আলম মিলন বলেন, অ্যাটকো নির্বাচনে আমাকে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত করায় সম্মানিত সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেন এ আস্থার মূল্য দিতে পারি সেটাই হবে আমার একমাত্র ব্রত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।