Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

স্বীকৃতি ও অধিভুক্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্তি ও স্তর পরিবর্তনের ব্যবস্থাসহ স্বীকৃতি ও অধিভুক্তির সময় থেকে চাকুরীর বয়স গণনার দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন, ফুলপুর শাখার উদ্যোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গতকাল রোববার উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন, ফুলপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম কিবরিয়া, সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ। আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষা রওশন আরা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ