বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আজ রবিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহা সড়কের নিয়ামতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও রংপুর শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম (৪০) অপরজন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মলিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী (৫৯)।
প্রতক্ষদর্শিরা জানান, ঠাকুরগাঁও থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাহিম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪)। উল্লেখিত স্থানে আসলে অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলাম রাস্তা পাড়াপাড়ের সময় বাসটি চাপা দিলেই সে ঘটনাস্থানেই মারা যায়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের নিচে ধানক্ষেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলী সেও মারা যান।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। খোঁজ খবর নেয়া হচ্ছে তাদের। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । (ছবি আছে)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।