Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নামিবিয়াকে ১৬১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৫:৪৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসগর আফগান। নামিবিয়ার বিপক্ষে আবু ধাবিতে শেষবারের মতো পড়েছেন আফগানিস্তানের জার্সি। এই ম্যাচ তিনি রাঙালেন ৩১ রান করে।

টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন হলে আসগর দলকে উদ্ধার করেন। দারুণ কিছু শটে চার-ছক্কা হাঁকান, যদিও শেষ পর্যন্ত থাকতে পারেননি ক্রিজে। শেষ দিকে মোহাম্মদ নবীর ঝলকে ৫ উইকেটে ১৬০ রান করেছে আফগানিস্তান।

হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের উদ্বোধনী জুটিতে ৫০ রান করে আফগানিস্তান। পাওয়ার প্লে শেষ হওয়ার চতুর্থ বলে ৫৩ রানের জুটি ভেঙে যায়। ২৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৩৩ রান করেন জাজাই। এরপরই ধীর হতে থাকে আফগানিস্তানের রানের গতি।

রহমানউল্লাহ ‍গুরবাজ (৪) বিদায় নেওয়ার পর শাহজাদ মাত্র ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। ৩৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৫ রান করেন আফগান ওপেনার। এরপর নাজিবউল্লাহ জাদরানকে (৭) নিয়ে হাল ধরেন আসগর। তাদের জুটি ভাঙে ২৪ রানে।

একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন আসগর। তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ নবী। শেষ বল পর্যন্ত খেলতে পারেননি আসগর। সাবেক অধিনায়ক থামেন ১৯তম ওভারের শেষ বলে। ২৩ বলে ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৩১ রানের ইনিংস। ভাঙে ৩৫ রানের জুটি।

নবী শেষ দুই ওভারে তিন চার ও এক ছয়ে রান ছাড়ান দেড়শ। আফগান অধিনায়ক ১৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ