Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে নয়টিতে “বিদ্রোহী” প্রার্থী ছাব্বিশ

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৫:০২ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু হয়েছে। গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা সমর্থকদের সাথে নিয়ে মাঠে-ময়দানে কোমর বেঁধে প্রচারণায় নেমে পড়েছেন। ইতিমধ্যে প্রতীকসহ প্রার্থীদের ছবি সম্বলিত পোষ্টার শুভা পাচ্ছে গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজার, ভোট কেন্দ্রসহ গুরুত্বপূর্ন স্থানে। প্রচারণার মাইকিংয়ে নানা গানে-ছন্দে-ছন্দে কন্ঠ মিলিয়ে প্রার্থীদের নাম এবং তার প্রতীকের কথা ভোটারদের কাছে জানান দিচ্ছেন। সাথে চাওয়া হচ্ছে ভোট।

জানা যায়, ছাতক উপজেলার ১৩টি ইউনিয়ন রয়েছে। প্রধম ধাপে উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন দেয়ার পর মারা গেলে নির্ধারিত তারিখে ওই ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত হয়ে পড়ে। পরবর্তীতে ওই ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। ছাতক সদর, ইসলামপুর, কালারুকা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, দোলাররাজার, জাউয়াবাজার, চরমহল্লা, খুরমা উত্তর ও খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর। এ দশ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১জন। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে লড়ছেন ৪৭২জন।
এখানে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগের বিদ্রোহীরা। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন। এদের মধ্যে দলের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাতক সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (আনারস) ও আছাদ আহমদ টিটু (ঘোড়া)। খুরমা উত্তর ইউনিয়নে শামসুল ইসলাম খান (আনারস) ও অ্যাডভোকেট মনির উদ্দিন (মোটর সাইকেল)। ইসলামপুর ইউনিয়নে কামরুল ইসলাম (আনারস), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে আবদুল খালিক (মোটরসাইকেল), মিজানুর রহমান মানিক (টেবিল ফ্যান) ও শফিকুল হক (আনারস)। দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), আসমত আলী (আনারস), আমির উদ্দিন (মোটরসাইকেল) ও আনোয়ার হোসেন (ঘোড়া)। চরমহল্লা ইউনিয়নে জালাল উদ্দিন (ঘোড়া), ছোরাব আলী (টেলিফোন), তাজুদ আলী (দুটি পাতা), জসিম উদ্দিন তালুকদার (আনারস)। খুরমা দক্ষিন ইউনিয়নে জয়নাল আবেদীন (টেলিফোন), আবুল কাশেম হাসান (মোটরসাইকেল), আবু বক্কর সিদ্দিক (ঘোড়া), আবদুল খালিক (চশমা), গোলাম আজম তালুকদার (আনারস), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান (আনারস), সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন (মোটরসাইকেল)। জাউয়াবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন (মোটরসাইকেল), আবদুল হক (ঘোড়া), রেজা মিয়া তালুকদার (আনারস) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ২৬জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শুধু কালারুকা ইউনিয়নে আওয়ামীলীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচার-প্রচারনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ