Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নামিবিয়াকে বোলিংয়ে পাঠাল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৩:৫৬ পিএম | আপডেট : ৪:০৮ পিএম, ৩১ অক্টোবর, ২০২১

শুরুর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী জয়, এরপর পাকিস্তানের কাছে কাছে গিয়েও হার। এরপর আজ আফগানিস্তান মুখোমুখি হচ্ছে নামিবিয়ার। এ ম্যাচে টসে জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নিয়েছেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত।

টসে হেরে অবশ্য নামিবিয়া অধিনায়ক গেরহার্ড ইরাসমাস অখুশী নন। বরং একে দেখলেন নিজ দলের বোলারদের জন্য বড় সুযোগ হিসেবে। বললেন, 'আমার বোলারদের জন্য তাদেরকে চাপে ফেলে দেওয়ার সুবর্ণ সুযোগ এটা। যেভাবে বাতাস বইছে, তাতে প্রতিপক্ষের সামনে কত লক্ষ্য ঝুলিয়ে দিতে হবে সেটা ঠিক করা, আর বাস্তবায়ন করাটা সহজ নয়।'

ওদিকে আফগানরা আজও স্কটল্যান্ড ম্যাচের মতোই কৌশল নিয়ে নেমেছে মাঠে। তবে সেদিন স্কটিশদের মাত্র ৬০ রান ধসিয়ে দেওয়ার নায়ক মুজিব উর রহমান অবশ্য নেই আজ। তার চোটে দলে ঢুকেছেন পেসার হামিদ হাসান। নামিবিয়া দল আছে অপরিবর্তিতই।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন উল হক, হামিদ হাসান।

নামিবিয়া একাদশ

ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জ্যান লফ্টি ইটন, জেরার্ড ইরামুস (অধিনায়ক), জানে গ্রিন, জেজে স্মিট, ডেভিড উইসে, জেন ফ্রিইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলমেন্ট, বের্নার্ড স্কল্টজ।

নামিবিয়ার বিপক্ষে খেলেই অবসরে যাবেন আসগর আফগান

বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। বাকি রয়েছে আরও তিনটি। জিইয়ে আছে তাদের সেমি-ফাইনালের আশা।

কিন্তু তারপরও বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারে না বলে দিবেন দেশটির সবচেয়ে সফল এ অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের খবর নিশ্চিত করেছেন আসগর। ৩৩ বছরের এ তারকা ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে আসগরের অভিষেক হয় ২০০৯ সালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ