Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা তোফাজ্জল হোসেন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেনী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা এবিএম নিজাম উদ্দিনের শ্বশুর মাওলানা তোফাজ্জল হোসেন (৮৫) গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মাওলানা তোফাজ্জল হোসেন প্রথমে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা ও পরে দীর্ঘদিন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তোফাজ্জল হোসেন ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর সিংহনগর গ্রামের মকবুল আহাম্মদ সওদাগরের পুত্র।
মাওলানা তোফাজ্জল হোসেন যেসময় শিক্ষার আলো বিলিয়েছেন ওইসময় শিক্ষার হার ঘোপাল ইউনিয়ন অনেক কম ছিল। দীর্ঘদিন যাবত তিনি শিক্ষার আলো বিলিয়ে এলাকাসহ ছাগলনাইয়া উপজেলা রেখে গেছেন অনেক অবদান। গতকাল শনিবার রাত ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে মাওলানা তোফাজ্জল হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওলানা তোফাজ্জল হোসেন

৩১ অক্টোবর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ