Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অর্ধ কোটি প্রাণ নিয়েছে করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৫০ লাখ বা অর্ধ কোটি। ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজারের বেশি। শনিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এমন তথ্য জানা গেছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৫ হাজার ৭২২ জনে। সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৪৬ হাজারে বেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৭১৯ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৫৭ হাজার ৭৭৩ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ সাত হাজার ৫০৪ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি নয় লাখ ৮৬ হাজারের বেশি। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় উপরের দিকে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি। এদিকে বিশ্ব কোভিড প্রতিরোধী টিকা কার্যক্রম অব্যাহত থাকায় কিছু দেশে সংক্রমণ কমে এসেছে। তবে ইউরোপসহ অনেক দেশেই শীত শুরু হওয়ায় সংক্রমণ আবারও মাথাচাড়া দেওয়ার আশংকা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। ওয়ার্ল্ডোমিটারস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ