Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজি অসবোর্ন-শ্যারনের প্রেম নিয়ে সোনি পিকচার্সের চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

জীবন্ত রক কিংবদন্তী অজি অসবোর্ন এবং তার স্ত্রী শ্যারন অসবোর্নের রোমান্স নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ভ্যারাইটি জানিয়েছে সোনি পিকচার্স এবং পলিগন এন্টারটেইনমেন্টের এই যৌথ প্রয়াসটিতে এই দম্পতির কয়েক দশক স্থায়ী প্রেমের কাহিনী বিবৃত হবে, বায়োপিক ধারায়। তাদের দাম্পত্য জীবন নিয়েই এমটিভির রিয়েলিটি সিরিজ ‘দি অসবোর্নস’ নির্মিত হয়। ‘রকেটম্যান’ এবং ‘বিলি এলিয়ট’খ্যাত লি হল এই অনির্ধারিত নামের ফিল্মটির চিত্রনাট্য লিখছেন। ‘আমাদের সম্পর্ক কখনও কখনও বুনো, উদ্দাম, পাগলামো এবং বিপজ্জনক হয়ে পড়ে, তবে আমাদের প্রেম সবসময় আমাদের এক রেখেছে,’ শ্যারন বলেন। ‘আমাদের কাহিনী পর্দায় আনার জন্য সোনি পিকচার্স এবং পলিগ্রামের সঙ্গে হাত মিলিয়ে আমরা রোমাঞ্চিত,’ শ্যারন আরও বলেন। ‘প্রিন্স অফ ডার্কনেস’ নামে খ্যাত হেভি মেটাল গায়ক অজি যখন খ্যাতির শীর্ষে সেই ৮০’র দশকে তাদের সাক্ষাত হয়। এর আগে অজি থেলমা রাইলিকে ১৯৭২ সালে বিয়ে করেন (বিচ্ছেদ ১৯৮২)। শ্যারন এবং অজি-শ্যারনের দুই সন্তান জ্যাক ও এইমি ফিল্মটি তাদের লেবেল অসবোর্ন মিডিয়ার হয়ে প্রযোজনা করবেন মিশেল অ্যান্থনি, ডেভিড ব্ল্যাকম্যান এবং আন্ড্রেয়া জিয়ানেতির সঙ্গে। ফিল্মটিতে গানের প্রাধান্য থাকবে, থাকবে অজির ব্ল্যাক সাবাথ এবং সোলো গান। অজিকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি : দ্য নাইন লাইভস অফ অজি অসবোর্ন’ ২০২০ সালে একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনি পিকচার্সের চলচ্চিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ