Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রিয় নবীর (সা.) উত্তম আর্দশ অনুসরণ করতে হবে পীর সাহেব মশুরীখো দরবার শরীফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৬:৪৬ পিএম

নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের গদ্দীনিশীন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহসানুজ্জামান বলেছেন আল ফেতনাতু আশাদ্দু মিনাল কত্ল (ফেতনা হত্যা অপেক্ষা গুরুতর) ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি নেই। অন্য ধর্মকেও তাহারা যাহার উপাসনা করে তাহাকে তোমরা গালি দিওনা কেন না তাহারা অজ্ঞতা বশত তোমার আল্লাহকে গালি দিবে। রাসুল সল¬াল¬াহু আলাইহি ওয়াসাল¬¬ামের শুভাগমনের কারনে আমরা ইসলামসহ সব কিছু পেয়েছি তাই তাঁর শুভাগমনে খুশি উদযাপন করা সকল মুমিনের ঈমানের দাবী”।
তিনি আরো বলেন, মহান আল্লাহ তায়ালা প্রিয় নবীকে (সা.) সকল জাহানের রহমত স্বরুপ প্রেরণ করেছেন। মানব মুক্তির জন্য প্রিয় নবীর (সা.) এর উত্তম আর্দশ অনুসরণ করতে হবে। সম্প্রতি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ঢাকার ঐতিহ্যবাহী নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ওলীয় কামেল হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ.)-এর ৯৬তম ইসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহসানুজ্জামান এসব কথা বলেন। হাফেজ শাহ মুহাম্মদ সাইফুজ্জামান এরফান, প্রিন্সিপাল মুফতি কাজী আবু জাফর মুহাম্মদ হেলালউদ্দিন, হযরত মাওলানা মঈন উদ্দিন হেলাল, হযরত মাওলানা আবুল বাসার, হযরত মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা মুর্শিদ কামাল, মাওলানা নেয়ামতুল্লাহ আল কাদেরী ও মাওলানা আরিফুল ইসলাম আল কাদেরী ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ