Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের লড়াকু পুঁজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৫:৪৮ পিএম | আপডেট : ৫:৪৮ পিএম, ৩০ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার তাবরিজ শামসি। এই বাঁ-হাতি স্পিনারকে সামলাতে হিমশিমই খেতে হলো শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের।

তার পাশাপাশি জুটল ডোয়াইন প্রিটোরিয়াসের পেস আক্রমণ। এই দুই দক্ষিণ আফ্রিকান বোলার কৃপণ বোলিংয়ের পাশাপাশি ভাগ করে নিয়েছেন তিনটি করে উইকেট।

শামসি-প্রিটোরিয়াসের সামনে যখন সতীর্থরা অসহায় আত্মসমর্পণ করছেন তখন এক প্রান্ত আগলে রেখে লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দিলেন পাথুম নিশানকা। অষ্টম উইকেট হিসেবে ফেরার আগে ৫৮ বলে ৬ চার ৩ ছয়ে ৭২ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

নিশানকার দুর্দান্ত ফিফটিতে শনিবার বিকেলে শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

নিশানকা ছাড়া লঙ্কানদের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল চারিথ আসালাঙ্কা (২১) ও অধিনায়ক দাসুন শানাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ