Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোন ধর্মের লোক সংখ্যালঘু হতে পারে পারে না, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৫:৪৫ পিএম

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, কোন ধর্মের লোক সংখ্যালঘু হতে পারে পারে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, সমাজে নানা ধরনের অপরাধ করে মুলত তারাই সংখ্যালগু। তিনি আজ শনিবার সিলেট জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং-ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ডিআইজি মফিজ। ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ আরো বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, তাদেরকে রুখে দিতে পুলিশ সব সময় কাজ করছে। গণমানুষকে সাথে নিয়েই শান্তিপূর্ণ দেশ গঠন করা হবে।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও সিলেট জেলার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) মাহফুজ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট রেঞ্জ এর অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সরকার সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের সদস্য, সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ