Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আসিফ আলী, নামটা মনে রেখ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ২:৫৪ পিএম | আপডেট : ৬:০০ পিএম, ৩০ অক্টোবর, ২০২১

পরপর দুই ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ নিজের ব্যাটিং কারিশমা দেখিয়েছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে কঠিনতম সময়ে তার ব্যাট থেকে আসা চার ছক্কায় পাকিস্তান অনায়াসে জয় পায়। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে তার ব্যাটে দোর্দণ্ড প্রতাপ। ম্যাচ জেতানোর পুরস্কার পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়ে। সঙ্গে কোটি পাকিস্তানির হৃদয় তো জিতেছেন।

বেন স্টোকস অবাক। এভাবেও কেউ ছক্কা মারতে পারে? ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেনসে তার বলে কার্লোস ব্র্যাথওয়েট করে দেখিয়েছিলেন। চার ছক্কায় ইডেনে সেই ফাইনাল জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইয়ান বিশপ সেদিন ধারাভাষ্যে বলেছিলেন, ‘কার্লোস ব্র্যাথওয়েট, নামটা মনে রেখ।’ আফগানিস্তানের বিপক্ষে আসিফ আলীর এক ওভারে চার ছক্কায় সেই কথাটাই যেন মনে পড়ছিল। নয়তো কি স্টোকস টুইট করেন, ‘আসিফ আলী, নামটা মনে রেখ।’


ম্যাচ শেষে আসিফ টুইট করে জানতে চাইলেন, আর কোনো হুকুম আছে কি না? টুইটারে আসিফ আলী লিখেন, ‘আর কোনো হুকুম আছে পাকিস্তান? ইসলামাবাদ ইউনাইটেড এবং ওই সব মানুষকে ধন্যবাদ যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন, সমর্থন করেছেন।’

আসিফ আলীকে নিয়ে দর্শকরা এখন উচ্ছ্বসিত হলেও ক্যারিয়ার শুরুর সময়ে তাকে নিয়ে কটাক্ষ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ক্রিকেটীয় জ্ঞান, সামর্থ্য নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তার ঝড়ো ব্যাটিংয়ের সামর্থ্যের কারণে দলে নিয়েছিল। কিন্তু বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে না পারায় অবহেলার শিকার হয়েছেন। তবে দমে যাননি এ ক্রিকেটার। নিজেকে নতুনভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা ও অধ্যবসায়ে সব করা সম্ভব।

বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৯ বল ব্যাট করেছেন। ৭টিই মেরেছেন ছক্কা। বলার অপেক্ষা রাখে না, সমালোচকদের মুখ বন্ধ করার জন্য এমন পারফরম্যান্সই যথেষ্ট। তাই তো টুইট করে জানতে চাওয়া, আর কী করতে হবে? তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ সবাই। টুইটারে আনন্দের বন্যা।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা লিখেছে, ‘আসিফ তুমি অসাধারণ। শেষ দিকে চাপের সময়ে তার পাওয়ার হিটিংয়ের দক্ষতা অসাধারণ।’ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘বর্তমান সময়ে আসিফ আলী সেরা ফিনিশার। অভিনন্দন পাকিস্তান।’ মোহাম্মদ হাফিজ পোস্ট করেন, ‘আসিফ আলী তুমি অসাধারণ। তোমার আত্মবিশ্বাস, পাওয়ার হিটিং সব মিলিয়ে তুমি অনন্য। সতেজ থাকো এবং এগিয়ে যাও।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ