বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার জয়নাল প্রামণিকের ছেলে শাহিন প্রামাণিক (৪৫) ও রফিক খান (৩০)। এরা সম্পর্কে মামা-ভাগনে।
মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, এক আত্মীয়কে বিমানবন্দরে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি ফিরছিলেন শাহিন ও রফিক মিয়া। পরে পথে রাজধানীর গাবতলি থেকে মাদারীপুরের আরও তিন যাত্রী নিয়ে ফদিরপুরের দিকে রওনা দেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। অতিরিক্ত গতির কারণে মানিকগঞ্জ সদরের মিতরা কালিবাড়ি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যান।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।