Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবি ফজল শাহাবুদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলা কবিতার নক্ষত্রপুরুষ কবি ফজল শাহাবুদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত মঙ্গলবার। আধুনিক বাংলা কবিতায় একটি পৃথক পৃথিবী, একান্ত জগত রচনাকারী এ কবি ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার নবীনগর উপজেলাধীন নিজবাড়ি শাহপুরে। পুরনো ঢাকায় শৈশব ও কৈশোর কাটানো এ কবির বেড়ে ওঠা অনেকটা কবিতার মতোই। কবিতার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ এবং ‘বাংলা একাডেমি’ পদক অর্জনকারী ফজল শাহাবুদ্দীনের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৭। বাংলাদেশের পিরিওডিক্যাল পত্রিকার জনক ফজল শাহাবুদ্দীন সাপ্তাহিক বিচিত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়াও তার সম্পাদনায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে ‘বিচিত্রা’, ‘বিনোদন’, ‘নান্দনিক’ ‘সমারোহ’ প্রভৃতি পত্রিকা। কবিতা বিষয়ক পত্রিকা ‘কবিকণ্ঠ’-এর সম্পাদক ও ছিলেন তিনি। তার মৃত্যদিন উপলক্ষে বৈচিত্র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কবিদের আড্ডা, স্মৃতিচারণ ও কবিতা পাঠ। কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন কবি আল মুজাহিদী, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি আলমগীর রেজা চৌধুরী, কবি রেজা উদ্দিন স্টালিন, কবি জাকির আবু জাফর, কবি কামরুজ্জামান, কবি সানজীদ নিশান চৌধুরী, কবি রুনু আঞ্জুমান, চিত্র পরিচালক মাসুদ আজাদ, কবি নুরুল আবছার প্রমুখ। এছাড়া কবির পরিবারের পক্ষ্য থেকে বনানী কবরস্থানে স্থাপিত কবির কবরে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি ফজল শাহাবুদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ