পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, এক সময় ক্রিকেট খেলে আনন্দ পেতাম, এখন খেলা দেখে আনন্দ পাই।
শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের খেলার সময় তিনি এক টুইটবার্তায় এ কথা বলেন।
ছবিতে দেখা যায়, দুবাইয়ে পাকিস্তানের বুম বুম খ্যাত আফ্রিদি গ্যালারিতে তার মেয়েদের নিয়ে বিশ্বকাপের খেলা উপভোগ করছেন।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান তিনে। আর আফগানিস্তানের অবস্থান সাত নম্বরে। কিন্তু মাঠে নামের আগে সম্প্রতি পারফর্মেন্সের হিসেবে এ ম্যাচে দুই দলের কেউই ফেভারিট নন।
প্রথম দিকে পাকিস্তানি বোলার তোপের মুখে দ্রুত ৫টি উইকেট পড়ে যায়। দলীয় ৬৪ রানে আফগানদের শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারানোর পর এক সময় মনে হয়েছিল আফগানরা তিন অংকের কোটাই পার করতে পারবে না। কিন্তু অধিনায়ক মোহাম্মদ নবী ও গুলবাদিন নায়েবের অনবদ্য ব্যাটে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৬০ রান অলআউট করেছিল আফগানরা। ওই ম্যাচে মুজিব উর রহমান নিয়েছিলেন ৫ উইকেট। সময়ের অন্যতম সেরা তারকা রশিদ খানের ঝুলিতে গিয়েছিল ৪ উইকেট। আফগানিস্তানের এই স্পিনাররা যদি জ্বলে ওঠে তাহলে ম্যাচ জেতা সহজ হবে না পাকিস্তানের।