মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শিশুদের স্থূলতার সমস্যা ঠেকানোর অংশ হিসেবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয়র বিজ্ঞাপন নিষিদ্ধ করতে যাচ্ছে স্পেন। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটিতে প্রতি তিন শিশুর একটি এ সমস্যায় আক্রান্ত।
এএফপির খবরে বলা হয়, রেডিও, টেলিভিশনসহ অনলাইন প্ল্যাটফরম ও মোবাইল অ্যাপে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য চিনিযুক্ত খাবার ও পানীয়র বিজ্ঞাপন দেখানো যাবে না। স্পেনের ভোক্তাবিষয়ক মন্ত্রী আলবার্তো গার্জন আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘কম বয়সী শিশুরা ঝুঁকিপূর্ণ ভোক্তা হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন থেকে তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।’ শিশুদের জন্য অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয়কে ‘ক্ষতিকর’ বলে আগেই মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, স্পেনে প্রতি তিন শিশুর একটি স্থূলতার আক্রান্ত। ১৯৮৪ সালের পর এ হার ৩ শতাংশ বেড়েছে। এক টুইট বার্তায় ভোক্তাবিষয়ক মন্ত্রী বলেন, এই হার বাড়ার অন্যতম কারণ বিজ্ঞাপন। এর আগে যুক্তরাজ্য, নরওয়ে ও পর্তুগালও অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং পানীয়র বিজ্ঞাপন শিশুদের জন্য নিষিদ্ধ করেছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ১৯৭৫ সাল থেকে বিশ্বজুড়ে স্থূলকায় শিশুদের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। সংস্থাটি বলছে, ১৯৭৫ সালে এই হার ৪ শতাংশ থাকলেও বর্তমানে তা বেড়ে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। সূত্র : ফ্রান্স ২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।