বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : পবিত্র শাহাদাতে কারবালা (্আশুরা) দিবস উপলক্ষে বদরপুর দরবার শরিফ ইসলামী ঐক্য আন্দোলন ডেমরা থানা ও জামান শাহ স্মৃতি সংসদ পৃথক পৃথক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। মাহফিলে বদরপুর পীর সাহেব বলেন হোসাইন (রা.) উনার সমর্থক সফল সুন্নী মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এজিদপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এজিদপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান -বদরপুরের পীর সাহেব
বদরপুর দরবার শরীফের পীর ছাহেব মুফতি আল্লামা আলহাজ সাইয়্যেদ শাহ মুতাসিম বিল্লাহ রব্বানী বলেছেন, হোসাইনী (রা.) দলের সকল সুন্নী মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এজিদপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পীর ছাহেব গতকাল দিবাগত রাতে রাজধানীর পুরাতন ঢাকার সদরঘাট মোড়স্থ খানকায়ে উসমানিয়া রব্বানিয়া বদরপুর দরবার শরীফে শাহাদাতে কারবালা স্মরণে আয়োজিত আযীমুশশ্বান ওয়াজ ও মীলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মেঝ, সেঝ ও ছোট পীর সাহেব কেবলাগণ। মাহফিলে ওয়াজ করেন ড. খাজা গোলাম মুহাম্মদ বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম হেলালী, মুফতি মিযানুর রহমান নঈমী, মাওলানা মোহাম্মদ আলী ও মালানা ইসমাঈল হোসেন সিরাজী।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মওলানা রুহুল আমীন বলেছেন, জালিম শাসকের বিরুদ্ধে হযরত হুসাইন (রা.)এর মতো লড়াই করতে হবে। আজ সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে এজিদের শাসন চলছে এসব শাসকদের বিরুদ্ধে কথা না বলে ঘরে বসে থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবেনা। হযরত হুসাইন (রা.) আমাদের সামনে সেই দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি হযরত হুসাইন রা. এর সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান ।
গতকাল শনিবার বিকেলে আন্দোলনের ঢাকা মহানগরীর ডেমরা থানা শাখার উদ্যোগে শহীদে কারবালা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। থানা আমির মওলানা আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, মহানগরী অফিস সম্পাদক মওলানা মোখতার আহমদ খান, মহানগরী কর্ম পরিষদ সদস্য মওলানা আনোয়ার হোসাইন ও মওলানা ফজলুর রহমান প্রমূখ।
জামান শাহ স্মৃতি সংসদ
নারায়ণগঞ্জ, ইলিয়াসদি, সোনারগাঁও। পবিত্র আশুরা উপলক্ষ্যে জামানশহা স্মৃতি সংসদের পরিচালনায় জামানশাহ দরবারের এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, ১০ মহররমের পবিত্র আশুরা । মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত বা পৃথিবী ধ্বংস হবে। প্রিয় নবী হযরত মোহম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) পরিবারের অনেককে নিয়ে শাহাদাৎবরণ করেন ঐতিহাসিক কারবালার প্রান্তরে এই দেিন অনেক নবী রাসূল এই দিনে বিভিন্ন রোগ ও বিপদ থেকে মুক্তি পান এই দিনে। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডা. মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, আলহাজ মোঃ নুরুল হক, কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সদস্য নাসিরুজ্জামান নাসির, স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান মোকসেদুজ্জামান, এ্যাডভোকেট মোঃ মোখলেছুর রহমান (আমির), ঠিকাদার আনিসুর রহমান জিল্লু, রাব্বি জামান, সোহেল সিকদার, মাসুদুজ্জামান ও রুকুনুজ্জামান স্বাধীন প্রমূখ। ২১ সদস্য বিশিষ্ট জামানসহ স্মৃতি সংসদ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভা ও মাহফিল পরিচালনা করেন ফটোসাংবাদিক মো: ওয়াহিদুজ্জামান বুলি ভাই (অব.) দোয়া পরিচালনা করেন ইলিয়াসদি শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।