নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তান ৭৬ রানে হারায় তাদের টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান। পরে ৭১ রানের অবিছিন্ন জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ নবী ও পেসার গুলবাদিন নাইব। তাতেই পাকিস্তানের বিপক্ষে ১৪৮ রানের লড়াকু এক টার্গেট ছোড়ে নবী-জাদরানরা।
এদিন আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে বাজে শুরু পায় আফগানরা। দলীয় ৭ রানে শূন্য রান করে ফিরেন হযরতুল্লাহ জাজাই। খুব বেশি সময় থাকতে পারেননি মোহাম্মদ শেহজাদও (৮)। পরে হারিস রউফ-হাসান আলির আঘাতে প্রথম ১০ ওভারে ধুকতে থাকে আফগানরা।
তবে শেষের দিকে ৩২ বলে অধিনায়কোচিত ৩৫ রানের পাশাপাশি ২৫ বলে ৪ চার ১ ছয়ে ৩৫ রানে দারুণ ভাবে ম্যাচে ফিরে আফগানরা। পাকিস্তানের হারিস রউফ আর হাসান আলীকে যথাক্রমে ১৮ ও ২০ রানের ওভারে দ্রুত রান তুলে নেন নবী-নাইবরা। তাতেই লড়াকু সংগ্রহ পায় তারা।
বল হাতে দুর্দান্ত শেষ করেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২২ রানে নেন ১টি উিইকেট। দুটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানের টানা তিন জয়ে সেমিফাইনালের পথে আরো একধাপ এগোতে প্রয়োজন ১৪৮ রান।
সুপার টুয়েলভে ভারত ও নিউজিল্যান্ডকে হারানো পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনালের পথে। আফগানিস্তানও তাদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।