Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদিবাসীদের ওপর সহিংসতা বেড়েছে ৬১ শতাংশ ব্রাজিলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ব্রাজিলে আদিবাসীদের বিরুদ্ধে সহিংসতা গত বছরের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার গ্রুপ। বৃহস্পতিবার ক্যাথোলিক চার্চের আদিবাসী মিশনারি কাউন্সিলের (সিআইএমআই) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আদিবাসী এলাকায় ভূমি আগ্রাসন বেড়েছে আর সরকার সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। ব্রাজিলের প্রকৃত আদিবাসীদের বঙ্কধরদের বিরুদ্ধে সহিংসতা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালে ব্রাজিলে খুন হয়েছে ১৮২ আদিবাসী। ২০১৯ সালে এই সংখ্যা ছিলো ১১৩ জন। হত্যাকাণ্ড বেড়েছে ৬১ শতাংশ। সিআইএমআই এর প্রতিবেদনে বলা হয়েছে আদিবাসী এলাকায় ভূমি আগ্রাসনের ২৬৩টি ঘটনা ঘটেছে। যা গত বছরের তুলনায় বেড়েছে ১৩৭ শতাংশ। একে আশঙ্কাজনক আখ্যা দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সরকারকে আদিবাসী জনগণের সুরক্ষা দিতে ব্যর্থতায় অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে সরকার সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক খনি, তেল গ্যাস অনুসন্ধান সম্প্রসারণের আইন প্রণয়ন করছে। আদিবাসী ভূমি স্বীকৃতি দেওয়াও অচল হয়ে পড়েছে বলসোনারোর প্রশাসনের অধীনে। প্রতিবেদনে জানানো হয়েছে ব্রাজিলের এক হাজার ২৮৯টি সংরক্ষিত এলাকার মধ্যে ৮৩২টি এখনও সরকারি স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। ব্রাজিলের সরকারি হিসেবে করোনা মহামারিতে দেশটিতে আটশ’র বেশি আদিবাসীর মৃত্যু হয়েছে। তবে এই হিসেবে শহর এলাকায় বসবাস করা আদিবাসীদের রাখা হয়নি। সিআইএমআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ