বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট (জাকের মার্কেটের) দোকান বরাদ্ধের ওপর হাইকোর্টের স্থিতিবস্থা অমান্য করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। একইসঙ্গে মেয়রের নাম ভাঙ্গিয়ে এ মার্কেটের ১২শ’ অবৈধ দোকান বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ বøক-সি এর ২য়, ৩য় ও ৪র্থ তলার তিনটি ফ্লোরে মোট ২৮২টি দোকান বরাদ্ধ দিতে গত ৩১ আগস্ট দুইটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুলিস্তান জনকল্যাণ ও পরিবেশ উন্নয়ন সোসাইটির করা রিটের প্রেক্ষিতে এ মার্কেটের দোকানগুলো বরাদ্ধ না দিতে স্থিতিবস্থা জারী করেন হাইকোর্ট। আদালতের এ আদেশ বহাল থাকার পরেও দোকান বরাদ্ধ দেয়ার ঘোষণা দেয়ায় আদালত অবমাননার মামলাও করা হয়েছে। এ বিষয়ে অপর এক মামলার শুনানী করে মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কেন দোকান বরাদ্ধ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতের দেয়া রুল নিষ্পত্তি হওয়ার আগেই মার্কেটের দোকান বরাদ্ধ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেয় সিটি করপোরেশন। গত ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আদালত অবমাননার অভিযোগ এনে এ মামলাটি দায়ের করে গুলিস্তান জনকল্যাণ ও পরিবেশ উন্নয়ন সোসাইটি। আদালত অবমাননার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকনসহ সংশ্লিষ্টদের মামলাটি করা হয়। দোকান বরাদ্ধ দিতে পত্রিকায় দেয়া বিজ্ঞাপন স্থগিত করা হয়েছে কিনা? জানতে চাইলে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। এদিকে এ মার্কেটের ২৮২টি দোকানের বাইরেও মেয়রের নাম ভাঙ্গিয়ে ১২শ’ অবৈধ দোকান তৈরী করে সেগুলো বরাদ্ধ দিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।