বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় পণ্যবাহি ট্রাকের লম্বা সারি তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন চালকরা।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় আট কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি।
এদিকে যাত্রীবাহি যানবাহন ও পচনশীল পণ্যবাহি ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহি ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ছোট গাড়ি ও যাত্রীবাহি যানবাহন পরাপার চলমান রয়েছে। তবে কিছু পণ্যবাহি ট্রাকের সিরিয়াল রয়েছে। যা দ্রুত কমে আসবে। এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।
দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহনের সঙ্গে শিমুলিয়ার অতিরিক্ত যানবাহনের চাপে এ লম্বা সারি তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।