Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি উদ্ধারে ‘প্রত্যয়’ নয়, আসছে ‘রুস্তম’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১:১০ পিএম

দুই দিন আগে পাটুরিয়ায় আমানত শাহ ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান।


এদিকে ঘটনার তিন দিন পর কর্তৃপক্ষ বলছে, উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ দিয়ে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে না। এ জন্য রুস্তম নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে।

এদিন সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক।

কমোডর গোলাম সাদিক আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। সেটি বিকাল নাগাদ আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ডুবে যাওয়া ফেরিতে থাকা চারটি যানবাহন উদ্ধারের পরই সেটি তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে বেসরকারি কোনো উদ্ধারকারী জাহাজের সহযোগিতা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ